মার্কিন রাজনীতিতে উদীয়মান তারকা আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩১) দলীয় প্রাইমারিতে বিপুল বিজয় পেয়েছেন। ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে জয় পান তিনি। স্টেটে বিভিন্ন পর্যায়ে বেশ ক’জন প্রার্থী থাকলেও আলোচনার মধ্যমণি ছিলেন নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর প্রার্থী করটেজ।
’বছর আগের নির্বাচনে কংগ্রেস ও ডেমোক্র্যাটিক পার্টিতে প্রচণ্ড প্রতাপশালী যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করে কনিষ্ঠতম সদস্য হিসেবে জয়ী হন করটেজ। এরপর মার্কিন রাজনীতিতে প্রগতিশীল এবং বামপন্থি হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। জাতীয় রাজনীতিতে তার অবস্থানে অনেকেই ঈর্ষান্বিত।
বেশ কয়েক হাজার ব্যালট ডাকযোগে এখনও না এলেও নির্বাচণে ভোট গণনা শেষে ৭৪% ভোট পেয়ে করটেজ এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাবরেরা পেয়েছেন মাত্র ১২% ভোট। এ আসনে করটেজকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে নামা বাংলাদেশি বংশোদ্ভূত বদরুন খান মিতা পেয়েছেন মাত্র ৫% ভোট। ডাকযোগে আসা সকল ভোট যদি ক্যাবরেরা পেয়ে যান তবুও করটেজের ধারেকাছেও আসতে পারবে না বিধায় শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে করটেজকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দলীয় প্রার্থী হবার অর্থ হচ্ছে ৩ নভেম্বরের মূল নির্বাচনে জয়ী হওয়া। কারণ, এই আসনের ৭০ ভাগের অধিক ভোটই ডেমোক্র্যাটদের। দু’বছর আগের মত এবারও তরুণ সমাজের জোরদার সমর্থন ছিল করটেজের প্রতি। বাংলাদেশি আমেরিকানদের বড় একটি অংশ সরাসরি করটেজের জন্যে মাঠে ছিলেন। আর এর মধ্য দিয়ে ভোট কেন্দ্রে প্রবাসীদের আগমনও ঘটেছিল ব্যাপকভাবে।
বিডি প্রতিদিন/ফারজানা