নানা ব্যতিক্রমী আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ‘ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স ’। ফ্রান্সের রাজধানী প্যারিস-১৯ এরিয়ায় মিলেনিয়াম পার্কে দিনভর দাবা, কেরাম,পাঞ্জা, মোরগ লড়াই, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও আপ্যায়নের মধ্য দিয়ে সংঘঠনটি তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
করোনায় ক্লান্ত অবিশ্রান্ত প্রবাসীদের কিছুটা প্রশান্তি দিতেই খোলা মাঠে সবুজের বুকে এমন আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক জুয়েল ডি আর লেলিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার বড়ুয়া টিপু, মোকাদ্দেছ হোসাইন,রায়হান,এ.কে.আসাদ,ফরহাদ,সাংবাদিক ফারুক নওয়াজ খান, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, রিয়াদ হাসান, মনিরুল ইসলাম, আবু হাসান, ওবায়দুল্লাহ কয়েস, আরিফ খান রানারাজ, হাসান খান, মনসুর, পলাশ, আমানুল্লাহ ভূইয়া রাজিব, হাসান আব্বিল, গেন্ডারিন হাসান, সজিব বড়ুয়া, গেন্ড্রিন নাদান জুয়ে, তাতু বড়ুয়া, সাদিক হাসান, সুলাইমান কবির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংঘঠনটির সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, ইব্রাহিম (নীল মানুষ) ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মাসুদ আল আজাদ।
অতিথিরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির কল্যাণমূলক কাজে সংগঠনটির তৎপরতা আরো বাড়ানোর পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার