২২ জুলাই, ২০২০ ১৩:২২

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যু আবারো হাজার ছাড়ালো

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যু আবারো হাজার ছাড়ালো

৪৯ দিন পর ২১ জুলাই আবারও এক হাজার আমেরিকানের প্রাণ গেল করোনাভাইরাসে। ২ জুন থেকে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করলেও জুলাইয়ের শুরু থেকেই ক্রমান্বয়ে তা বাড়তে বাড়তে হাজার অতিক্রম করলো।

মঙ্গলবার সারা আমেরিকায় ১০৫২ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে নিউইয়র্ক স্টেটের দু’জন রয়েছে। এ যাবত আমেরিকায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ লাখ ২৮ হাজার। মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৯৫৩।

করোনার প্রকোপ শুরু হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই এর ভয়াবহতাকে আমলে নিয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী জীবন-যাপনে কাউকেই পরামর্শ দেননি। অধিকন্তু মাস্ক পরতেও অস্বীকৃতি জানিয়েছেন প্রকাশ্যে। লকডাউন উঠিয়ে না নিলে ফেডারেল মঞ্জুরি বাতিল/কর্তনের হুমকিও দিয়েছেন।

তবে গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমনের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সুর পাল্টে ট্রাম্প বলেছেন, করোনার প্রকোপ নিঃশেষ হবার আগে ভয়াবহতা বাড়তে পারে। এজন্যে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এমন অবস্থার অবসান ঘটবে শীঘ্রই। এজন্যে সকলকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর