২২ জুলাই, ২০২০ ১৫:০৬

কনস্যুলার সেবা সহজ করতে লিসবন দূতাবাসে ছাত্রলীগের স্মারকলিপি

রনি মোহাম্মদ, পর্তুগাল থেকে

কনস্যুলার সেবা সহজ করতে লিসবন দূতাবাসে ছাত্রলীগের স্মারকলিপি

করোনাকালীন সময়ে কনস্যুলার সেবাসহ দূতাবাসের বিভিন্ন সেবা সহজ করতে পরামর্শ দিয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনে স্মারকলিপি দিয়েছে পর্তুগাল ছাত্রলীগ।

সোমবার স্থানীয় সময় দুপুর ৩টায় পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাবেক সভাপতি শিপলু আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা দূতাবাসের কনস্যুলার অফিসে যান। এ সময় পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি লিসবন দূতাবাসের দূতালয় প্রধান তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীর হাতে তুলে দেন।

করোনাকালীন সঙ্কটে সৃষ্ট বিভিন্ন জটিলতায় দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে গত কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন অসন্তোষের প্রেক্ষিতে এই স্মারকলিপি প্রধান করে ছাত্রলীগ। 

স্মারকলিপি প্রধানের পর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন পর্তুগাল ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই সময় রাষ্ট্রদূত ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দূতাবাসের সেবার মান বাড়াতে নতুন বিভিন্ন পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং করোনাকালীন সময়ে সৃষ্টি হওয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দেন। পরে রাষ্ট্রদূত দূতাবাসের বর্তমান সেবা মান সম্বলিত কিছু লিফলেট ছাত্রলীগে কর্মীদের হাতে তুলে দেন।

স্মারকলিপি প্রধানের সময় পর্তুগাল ছাত্রলীগের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন জাহিদ হাসান সোহাগ, শাহীন মিয়া, শাহীন দর্জি, নিক্সন, বিপ্লব, তারেক প্রমুখ।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর