যথাযোগ্যভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে জার্মানিতেও পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান্য প্রদেশেও ঈদের তিনটি ও দুটি করে ঈদজামাত অনুষ্ঠিত হয়েছে।
তবে করোনার কারনে এবারো স্বাস্থ্য সুরক্ষায় মানতে কড়াকড়ি ও নানা বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন। এতে পবিত্র ঈদুল আজহার আনন্দে কিছুটা ভাটা পড়েছে। এরই মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের সবচেয়ে পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। যেখানে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা।
জামাত শেষে প্রবাসীরা দূরত্ব বজায় রেখে নিয়ম মেনে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে দেশজুড়ে বর্তমানে মহামারী করোনাসহ বন্যা ও দূর্যোগ মোকাবেলায় সর্বস্তরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তবে ইউরোপের অন্যান দেশের মত জার্মানিতেও খোলা জায়গায় কোরবানির অনুমোদন না থাকায় নির্দিষ্টস্থানে পশু কোরবানি করার সুযোগ পায় প্রবাসীরা। ঈদের দিনটি কর্মদিন শুক্রবার হওয়ায় অনেকেই ঈদের জামাতে অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হোন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ