‘বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক’র (বাকা) উদ্যোগে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ফ্রি কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্টিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের সামনে বিপুলসংখ্যক মানুষের মাঝে স্বাস্থ্যবিধির পরিপূরক এসব সামগ্রী বিতরণের পাশাপাশি এ্যান্টিবডি পরীক্ষাও করা হয়।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন সভাপতি আব্দুল হাসিম হাসনু। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইস। বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার জাস্টিন ওয়েস্টব্রুক লোয়ারি, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরী সদস্য রোকন হাকিম ও মান্না মোনতাসির।
বিডি প্রতিদিন/ফারজানা