নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ব্যা-শোর সিটিতে ৪ সেপ্টেম্বর সেনসাস নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ছিলেন সেন্সাসের সিনিয়র স্পেশালিস্ট (সাফোক কাউন্টি) এবং নিউইয়র্কের ফিল্ড ডিভিশনের নিকল ডি বেলি ও তার দুই সিআরআর পেট্রিক ও সুজান।
আগামী ৩০ সেপ্টেম্বর সেন্সাসের চলমান কার্যক্রমের শেষদিন। আগামী ১০ বছরের জন্য এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও বাজেট নির্ধারণের ক্ষেত্রে সেনসাসের গুরুত্ব অপরিসীম। এসব তথ্য সর্বসাধারণকে জানাতে এই কর্মশালার আয়োজন করা হয়। বাদ পড়াদের অনলাইনে অথবা টেলিফোনে সেনসাসের ফরম পূরণ করার আহ্বান জানানো হয়েছে।
এ সময় বিশেষভাবে উল্লেখ করা হয়, সেনসাসের সাথে ইমিগ্রেশনের কোন সম্পর্ক নেই। এমনকি সেনসাসের কোন তথ্যও ইমিগ্রেশনকে জানানো হয় না। তাই বৈধ-অবৈধ নির্বিশেষে সেনসাসে অংশ নিলে এলাকার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটের উন্নয়ন-পরিক্রমা ত্বরান্বিত হবে। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসেও সেনসাসের তথ্য অপরিসীম ভূমিকা রাখে।
এই কর্মশালার সমন্বয়ে ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট গোলাম ফারুক শাহীন। আরও ছিলেন ডা: হাফিজুর রহমান, শাহিদ মিয়া, রুমন প্রধান, মেজবা উদ্দিন হেলাল, ড. মোহাম্মদ ইউনুস, নওশের আব্দুল্লাহ, মিয়া আলিম পাখী, ইকবাল চৌধুরী, সার্জেন্ট সামীর সাহ, মোহাম্মদ লান্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা