যুক্তরাজ্যের মধ্যভাগ এলাকা ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহাম শহরে ছুরিকাঘাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এক বিবৃতিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পর পর কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের বিবৃতিতে বলা হয়, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে বার্মিংহাম সিটি সেন্টারে ছুরিকাঘাতের কথা জানিয়ে আমাদের ফোন করা হয়। এ ঘটনার পর পরই ওই এলাকায় আরও কয়েকটি ছুরিকাঘাতের খবর পাওয়া যায়। একে বড় ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্মিংহামের গে ভিলেজ এলাকায় অনেক মানুষ আউটডোরে জড়ো হয়ে যখন খাওয়া-দাওয়া ও পান করছিলো তখনই হামলা হয়। আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন। ওই এলাকা পুরোটা ঘিরে রেখেছে পুলিশ এবং শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে হামলা চালানো হলো তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, আমরা বেশ কয়েকজনের আহত হওয়ার ব্যাপারে জানতে পেরেছি। তবে ঠিক কতজন আহত হয়েছে এবং তাদের অবস্থা কতটা গুরুতর তা এ মুহূর্তে আমরা বলতে পারছি না।
বিডি প্রতিদিন/ আবু জাফর