ফ্রান্সে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো ড. আজফার মোহাম্মদ মুস্তাফার সাথে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ান রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্যারিস্থ মালয়েশিয়ান দূতাবাতাসে অনুষ্ঠিত এ বৈঠকে ডব্লিউবিও প্রেসিডেন্ট এবং আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি মিলিত হয়।
বৈঠকে দেশ দুটির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব সৈয়দ নিজামুদ্দিন বিন সাইয়েদ কাসিম, আয়েবা ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ডিরেক্টর জানা মার্টিন।
বিডি প্রতিদিন/আবু জাফর