১৫ জানুয়ারি, ২০২১ ০৯:২৫

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর হলেন মিজান ও লাকী

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর হলেন মিজান ও লাকী

মিজানুর রহমান মিজান ও মোস্তফা আহমদ (লাকী) বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ (বিবিসিসিআই)-এর ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। 

গত ৫ জানুয়ারি বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)-এর বোর্ড অব ডিরেক্টরস এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদেরকে ডিরেক্টর নির্বাচিত করা হয়। 

বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বশির আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু। সভার প্রথমেই বিবিসিসিআই এর অতীত ও বর্তমান সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃটেনে বাঙালির নতুন প্রজন্মের তরুণদেরকে ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্তকরণ ও উৎসাহ প্রদান এবং উদ্যাক্তা গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা, প্রশিক্ষণ দান ও কর্মতৎপরতায় সাহায্য সহযোগিতা ও সঠিক দিক নির্দেশনা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের ডিরেক্টরশীপের দু’টি শূন্য পদ পূরণ করা হয়। 

কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত হন যথাক্রমে প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ভাইস প্রেসিডেন্ট রুহুল আমীন চৌধুরী, জেনারেল সেক্রেটারি মোজাহিদ খান ও মেম্বার সেক্রেটারি ফয়সল সৈয়দ। এই কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পেল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর