‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার)। সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, দেশ ও প্রবাসের বরেণ্য কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক-শিল্পীগণের অংশগ্রহণে এটি হবে যথারীতি ভার্চুয়ালে।
আতিকুর রহমান বলেন, গতবছর ১৪ ও ১৫ মার্চ ফ্লোরিডায় এই সম্মেলন হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। আয়োজক সংগঠন হিসেবে থাকবে ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’।
সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা লসএঞ্জেলেস থেকে জানান, এ সম্মেলন শুধু মাত্র উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ব্যাপ্তী ঘটবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য চর্চ্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনের বিভিন্ন পর্বে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন