দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানসিঁড়ি বিএনপি কাতার।
মঙ্গলবার রাজধানী দোহার ফেমাস হোটেলে ধানসিঁড়ি বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন।
জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন মেম্বার, ধানসিঁড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, আবদুল মতিন মোল্লা, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, শাহ জাহান সাজু, লোকমান আহমেদ, আবু তাহের মিয়াজী, যুবদলের সাধারণ সম্পাদক মীর জামিল, মাকসুদ আহমেদ লেবু, এম নুরুজ্জামান, দিলীপ কুমার ছোটন, মোকারম আলী চৌধুরী, মোতাহার হোসেন, কাদের মাওলা, মেজবা উদ্দিন রনি, জসিম উদ্দিন লস্কর, ফরহাদ হোসেন প্রমুখ।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কারী মো. ইব্রাহিম।
বিডি প্রতিদিন/আরাফাত