চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় বুধবার রাজধানী দোহায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে কাতার আওয়ামী লীগ।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, হারুনুর রশিদ ও মোস্তফা কামাল।
আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ, মো. হারুন, যুবলীগ নেতা কাজী আশরাফ, নাছির উদ্দিন চৌধুরী, কমরেড ইসমাইল হোসেন, আতিকুল মাওলা মিঠু ও মোহাম্মদ মিলনসহ অনেকেই। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে সংগঠনটি।
উল্লেখ্য : নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
বিডি প্রতিদিন/এমআই