ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রবিবার মালদ্বীপ দূতাবাসের উদ্যোগে ভার্চুয়ালে মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আবদুল গাফফুর মোহাম্মদ।
আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত ও চায়নার রাষ্ট্রদূতসহ আরও অনেকে।
আমন্ত্রিত বিশিষ্ট প্রবাসীগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
বিডি প্রতিদিন/আরাফাত