১৩ মে, ২০২১ ১৬:২৫

কাতারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আমিন ব্যাপারী, কাতার

কাতারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ১ হাজার ২৮টি মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতির কারণে বিশেষ করে নামাজে যাওয়ার সময় মাস্ক ব্যবহার, জায়নামাজ, মোবাইলে এহতেরাজ অ্যাপ চালু ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ছিল।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ববাসীকে করোনা থেকে মুক্ত রাখতে বিশেষ মোনাজাত করা হয়। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর