বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি স্পেন শাখা। সংগঠনটির সভাপতি মোজ্জামেল হোসেন মনুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপি’র সহ-সভাপতি আবুল খায়ের, আনোয়ারুল আজিম, আকবর শেঠ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিপার আহমেদ, সাদেক আহমেদ, সাহেব উদ্দিন, আমির হোসেন, কাজী হারুন মিয়া, হাবিব রহমান চৌধুরী, রকিব ইসলাম, জাহিদ হাসান জয়, ইয়াসিন শুভ প্রমূখ।
আলোচনা শেষে জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত স্পেন বিএনপি’র সহ সভাপতি এসএম আমেদ মনিরের ভাই শেখ ইমন আরেফিন বুলু ও স্পেন প্রবাসী সাংবাদিক কবির আল মাহমুদের পিতার রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্পেন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন