নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-১৮ (ব্রঙ্কস)তে আসন্ন ডেমক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিরাট এক কার র্যালি (মোটর শোভাযাত্রা) হলো ১ জুন মঙ্গলবার। অর্ধশতাধিক কারের এ র্যালিটি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে লেখা প্ল্যাকার্ড বহন করা হয়।
র্যালিতে ছিলেন নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন লোকাল-১০০ এর ভাইস চেয়ারম্যান সাইম মোনতাকিম, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, এইচ এম মিজানুর রহমান, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, ক্যাম্পেইন ট্রেজারার মনসুর আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেজা আবদুল্লাহ স্বপন, জালাল চৌধুরী, নজরুল ভূইয়া, আরিফ রেজা, রাশেদ মজুমদার, মো: সেলিম রেজা, নুরল ইসলাম, নাছির উদ্দীন, সাদিকুর রহমান, মামুন সরকার প্রমুখ।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে মোহাম্মদ এন মজুমদার বলেন, আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দীর্ঘ সময় ধরে স্থানীয় কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোট দিয়ে সে সেবা করার সুযোগ দিন।
বক্তারা একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে ভোট দিয়ে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে বিজয়ের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে এবার একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সবাই একযোগে কাজ করলে সে সুযোগ কাজে লাগানো সম্ভব। উল্লেখ্য, ২২ জুন অনুষ্ঠিত হবে এ নির্বাচন। একজন ভোটার তার পছন্দের প্রথম ৫ জনকে ক্রমানুসারে ভোট দিতে পারবেন। আগাম ভোট শুরু হচ্ছে ১২ জুন থেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন