ভার্জিনিয়া স্টেটের লে. গভর্নর পদে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ ফিলিস্তিনি মুসলিম স্যাম রাসুল এবং নিউইয়র্ক সিটি মেয়র পদে তাইওয়ানিয়ান বংশোদ্ভূত আমেরিকান এ্যান্ড্রু ইয়াংকে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান।
৩ জুন প্রবাসীদের প্রতি এই আহ্বান জানিয়ে প্রথম বাংলাদেশি আমেরিকান এবং প্রথম মুসলমান স্টেট সিনেটর শেখ রহমান এ সংবাদদাতাকে বলেছেন, স্যাম রাসুল তৃণমূলের মানুষের জীবন-জীবিকার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত।
অপরদিকে, এ্যান্ড্রু ইয়াং-ও অভিবাসী সমাজের সদস্য হিসেবে ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠি সকলের মৌলিক সমস্যার সাথে সম্পৃক্ত। তারা বিজয়ী হতে পারলে বাংলাদেশিদের মত উদিয়মান কমিউনিটির সমস্যা সমাধানের পথ ত্বরান্বিত হবে-এটি বলার অপেক্ষা রাখে না। সিনেটর শেখ রহমান এ্যান্ড্রু ইয়াংয়ের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্যে ১১ জুন নিউইয়র্কে আসবেন। ১৩ জুন পর্যন্ত অবস্থান করবেন নিউইয়র্কে।
শেখ রহমান বলেন, নিউইয়র্ক সিটি মেয়রসহ বিভিন্ন পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে ভিন্ন পন্থায় অর্থাৎ একজন ভোটার একটি পদে ৫ জনকে ভোট দিতে পারবেন। পছন্দের ক্রমানুসারে ভোট দেয়ার ব্যবস্থা চালু হওয়ায় প্রার্থী এবং ভোটারের জন্যে বড় ধরনের সুবিধা হয়েছে। সিনেটর শেখ রহমান প্রাইমারিতে দলে দলে অংশ নিয়ে পছন্দের প্রার্থীগণকে ভোট দানের আহ্বান জানিয়েছেন সকলের প্রতি।
উল্লেখ্য, ভার্জিনিয়ার প্রাইমারি ৮ জুন অনুষ্ঠিত হবে। অপরদিকে নিউইয়র্ক সিটি মেয়রসহ বিভিন্ন পদের প্রাইমারি হবে ২২ জুন। তবে আগাম ভোট নেয়া হবে ১২ জুন থেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন