গ্রীষ্ম এলেই বনভোজনের ধুম পড়ে ফ্রান্সে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত নীল জলরাশির বালুকাময় মনোরম লা তূকে প্যারিস প্লাস সমুদ্র সৈকতে বনভোজনের আয়োজন করে ফেনী সমিতি প্যারিস। রবিবার প্যারিসের গার্দু নর্দ থেকে ৩টি বাস যোগে লা টুকে প্যারিস প্লাজে সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়।
সৈকতে পৌছে অতিথিরা হরেক পদের মুখরোচক ঐতিহ্যবাহী বাংগালি খাবার দিয়ে দুপুরের খাওয়া শেষ করেন। এরপর সবাই দল বেঁধে সমুদ্র স্নান করেন, সাঁতার কাটেন ও বেলাভূমিতে নানা খেলাধুলার মেতে ওঠেন। বনভোজনে আগত পরিবারগুলো ছেলেমেয়ে ও বন্ধু-বান্ধবদের নিয়ে বসে পড়েন খোশগল্প আর আনন্দ আড্ডায়।
সংগঠনের সভাপতি কুতুব উদ্দিন জিকোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুন ও সিনিয়র যুগ্ন সম্পাদক রেজাউল করিম মাসুদের যৌথ পরিচালনায় অতিথিদের জন্য নানা রকম খেলাধুলা, মহিলাদের বালিশ বদল, গান, কবিতা, কৌতুক আয়োজন শেষে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি মাঈনুদ্দিন খোকন, নাছির মজনু, খান মনির, শাহেদ শরীফ টিপু, আইয়ুব খায়ের, গোলাম মোস্তফা জসিম, সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল হক কামরান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন নাসির, প্রচার সম্পাদক সাফায়েত জামিল, ওসমান গণি, জিয়াউল হক জিয়া, আবু তালেব পাটোয়ারী বাবু, জাফরউল্যাহ সবুজ, জনি মোহাম্মদ, তানভীর হোসেন ডালিম, রবিউল হক সুজন, গোলাম সরওয়ার জাহিদ, মোসাদ্দেক হোসেন সাইফুল প্রমুখ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলে প্যারিসের পানে ছুটে ছলে পিকনিকের বহর। নগরীতে ফিরে ব্যাপক আনন্দ আর সুখস্মৃতি নিয়ে নিজ নিজ ঘরে ফিরে যান প্রবাসীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার