জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ দূতাবাস তাসখন্দ, উজবেকিস্তান।
বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের কর্মময় জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অসাধারণ নেতৃত্ব ও অবদানের জন্য তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র, স্পন্দন শিল্পী গোষ্ঠী এবং ঢাকা থিয়েটারের মতো সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের প্রথম আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠান আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে তুলতে শেখ কামাল অনুপ্রাণিত করে গেছেন।
রাষ্ট্রদূতের সহধর্মিণী উম্মুল ফাতেমা, দূতাবাসের ডিসিএম নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ এবং মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী গোলাম নোবী এ উপলক্ষে বক্তৃতা করেন এবং শহীদ শেখ কামালের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করেন।
এ কর্মসূচিতে বাঙালি কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন