ওমানে বাংলাদেশ দূতাবাস মাস্কাটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান নাহিদ ইসলাম, কাউন্সিলর (শ্রম) হুমায়ুন কবির, প্রথম সচিব (ভিসা এন্ড পাসপোর্ট উইং) রওশনারা পলি, দ্বিতীয় সচিব আনোয়ার হোসেনসহ বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার কয়েকজন নেতৃবৃন্দ।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিরাপদ দুরত্ব বজায় রেখে উদযাপন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত মিজানুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ক্রীড়াঙ্গন এবং বাংলাদেশের উন্নয়নে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদান নিয়ে আলোচনা করেন। সবশেষ রাষ্ট্রদূত ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত