যথাযথ মর্যাদায় গতকাল রবিবার মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
পরবর্তীতে হাই কমিশনের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান সোহেল পারভেজ তার স্বাগত বক্তব্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামী জীবনে অনুপ্রেরণা ও সাহস যোগাতে বঙ্গমাতা অনন্য ভূমিকা পালন করেন। এরপর বঙ্গমাতার জীবন ও কর্মের উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, বঙ্গমাতা বাঙালি জাতির গর্ব এবং নারীদের অনুপ্রেরণার উৎস। তিনি আত্মত্যাগ এবং আজীবন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ জাতি তাকে বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত করেছে।
মহামারী এবং স্বাগতিক দেশে জনসমাগমের উপর বিধিনিষেধের প্রেক্ষিতে সীমিত পরিসরে হাই কমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী এবং স্বল্পসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হাই কমিশনের অভ্যন্তরে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির