মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে আলোচনা সভা এবং দেশটিতে বসবাসরত ২০ জন সুবিধাবঞ্চিত কিশোরীদের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মরিশাসের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বঙ্গমাতার জীবনাদর্শের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে অনুষ্ঠানের পরিচালক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার রেজিনা আহমেদ বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন সাহসী, নির্ভিক ও দূরদর্শী নারী। তিনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী নয়, তিনি ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রামের অন্যতম সহযোদ্ধা।
পরিচালক আয়েশা জুমন বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শে আজকের কিশোরীরা তাদের জীবন আদর্শ গড়ে তুললে অবশ্যই একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির