কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কাছে বিভিন্ন তথ্য দ্রুত পৌঁছে দেয়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের নেতারা প্রবাসীদের কল্যাণে সংবাদকর্মীদের করণীয় নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরীফ মিজান, মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু মিয়া, প্রচার সম্পাদক আলাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার