শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। ধর্মান্ধতা ও বিদ্বেষত্মাকভাবে কোনো ধর্মকে অবমাননা ইসলাম সমর্থন করে না। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে একে অপরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব পোষণ করাই একান্ত কাম্য।
বিবৃতিতে তারা আরও বলেন, নাশকতামূলক কাজের জন্য অপরাধীদের শাস্তি দিতে হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন