পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাস গতকাল সোমবার যথাযথ মর্যাদায় শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে 'শেখ রাসেল দিবস' উদযাপন করেছে।
অনুষ্ঠানের শুরুতে পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসান, দূতাবাসের কর্মকর্তারা এবং পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির নেতারা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আলোচনা পর্বের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে শেখ রাসেলের জীবনের উপর এক সংক্ষিপ্ত আলোচনায় আলোচকরা বলেন, যদি শেখ রাসেল বেঁচে থাকতেন তবে জাতি একজন দূরদর্শী নেতা পেত।
রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, ১০ বছর বয়সি একটি বালককে হত্যা করতে যাদের হাত কাঁপলো না তাতেই বোঝা যায় স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল সেই খুনি চক্রটি কতটা নির্মম ও বর্বর ছিল। শেখ রাসেল দেশের মুক্তি সংগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এবং জাতি চিরদিন তাকে ভালোবাসার সাথে স্মরণ করবে।
আলোচনা সভাশেষে শেখ রাসেলের জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও শেখ রাসেলসহ জাতির পিতা, তার পরিবারের অন্যান্য সদস্য ও মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির