ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন গতকাল সোমবার শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করেছে।
মুম্বাইয়ে বাংলাদেশের উপ হাইকমিশনার মো. লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনের সূচনা করেন। তিনি উপস্থিত অতিথি ও উপ-হাইকমিশনের সদস্যদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মো. লুৎফর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, আজ হয়ত দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে রাসেল বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এক তরুণ আদর্শ নেতা হতেন। হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল ছোট্ট এ শিশুটি একদিন জাতির মুখ উজ্জ্বল করতেন। আজ শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক অদম্য আত্মবিশ্বাস ও ভালোবাসার নাম।
আলোচনার সভার শেষ পর্বে শেখ রাসেলের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজনে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির