৫১তম জাতীয় দিবস উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিবসটি উপলক্ষে ওমানের রাজধানী মাস্কাটসহ গোটা ওমানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সাজানো হয়েছে। বিশেষ করে ঝাড়বাতির সমাহার রয়েছে চোখে পড়ার মতো। রং বেরংয়ের ঝাড়বাতির ডিজাইনে আলোকিত করা হয়েছে গোটা নগরী। ঘোষণা করা হয়েছে দুই দিনের সরকারি ছুটি।
পর্তুগাল নিয়ন্ত্রণ থেকে ১৬৫০ সালে স্বাধীনতা লাভের পর থেকে মূলত ১৮ নভেম্বর দিনটি ওমানের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। অন্যদিকে ১৯ নভেম্বর প্রয়াত প্রেসিডেন্ট সুলতান কাবুজ বিন সাঈদ আল সাঈদের জন্মদিন উপলক্ষেও হাতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
দেশটিতে এবারও প্রতিবারের ন্যায় বিভিন্ন অপরাধে দীর্ঘমেয়াদি কিছু সাজা ভোগকারীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে ওমান সরকারের জারিকৃত এক ডিক্রিতে।
ওমানের জাতীয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানসহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচির প্রস্তুতিও রয়েছে চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/ফারজানা