ওয়াশিংটন ডিসিভিত্তিক শীর্ষস্থানীয় থিঙ্কট্যাঙ্ক ‘আটলান্টিক কাউন্সিল’র এক ওয়েবিনারে আলোচকরা বলেছেন, করোনা মহামারি এবং রোহিঙ্গা সংকটের মত অনেক প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ তার উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আটলান্টিক কাউন্সিলের এই মুক্ত আলোচনার বিষয় ছিল ‘আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের ভূমিকা’। সঞ্চালনা করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং থিঙ্কট্যাঙ্কটির সাউথ-এশিয়ান সেন্টারের জ্যেষ্ঠ উপদেষ্টা ওসমান সিদ্দিক। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।
রাষ্ট্রদূত শহীদুল অংশগ্রহণকারীদের প্রশ্নেরও জবাব দিয়েছেন বাস্তবতার আলোকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব গুণের প্রসঙ্গ টেনে। বাংলাদেশের আপামর জনতাকে উন্নয়নের অভিযাত্রায় একিভূত করতে প্রধানমন্ত্রীর আন্তরিক আগ্রহের সুফল নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত প্রসারিত করা এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থানির্ভর যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশকে একটি সংযোগ কেন্দ্রে পরিণত করতে তা অপরিসীম ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত শহীদুল। আর এভাবেই আঞ্চলিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে বাংলাদেশ আজ অনন্য এক উদাহরণে পরিণত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানী, করোনা নিয়ন্ত্রণের সহযোগিতা এবং জলবায়ু দুষণ রোধকল্পে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার জন্যে বাংলাদেশের আন্তরিকতার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত শহীদুল। দক্ষিণ এশিয়ার চলমান উন্নয়ন কর্মযজ্ঞ আরো বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোকপাত করেছেন বাংলাদেশের ঝানু এই কূটনীতিক।
এশিয়ার দেশসমূহের মধ্যে বাণিজ্য সম্পর্ক, তিস্তার পানি চুক্তি, বাংলাদেশ-ভারত সীমান্তে পাখির মত মানুষ হত্যার প্রসঙ্গও বিস্তারিতভাবে স্থান পায় এই আলোচনায়। বাংলাদেশ তার চলমান অগ্রযাত্রা এবং আঞ্চলিক উন্নয়নে যে কোন উদ্যোগকে স্বাগত জানাতে চায়। নিকট প্রতিবেশীসহ গোটাবিশ্বের সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী এবং কারো সাথে বৈরিতায় বিশ্বাসী নয় বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত শহীদুল। যে কোন সমস্যার সমাধানে বাংলাদেশ আলোচনাকে প্রাধান্য দিয়ে আসছে।
বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক তার সমাপনী বক্তব্যে নানা পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক কিছু সূচকের উদ্ধৃতি দিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির কথা উপস্থাপন করেছেন। উন্নয়নের ধারা টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাস্তবতার আলোকে ঢেলে সাজাতে বাংলাদেশকে আরো উদার হবার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় মুসলমান এবং প্রথম বাংলাদেশি আমেরিকান রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।
বিডি প্রতিদিন/হিমেল