আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের জন্য কানাডার ক্যালগেরির এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. বাতেন বৃত্তি ঘোষণা করেছেন। বৃত্তির পরিমাণ এক লাখ কানাডিয়ান ডলার। বাংলাদেশ থেকে যে সকল ছাত্র-ছাত্রী কানাডায় এসে এ বিএম কলেজে পড়াশোনা করবে তাদের মধ্যে প্রথম একশত জনকে এই বৃত্তি প্রদান করা হবে ।
উল্লেখ্য, ক্যালগেরির এবিএম কলেজ ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উন্নত মানের শিক্ষায় বিভিন্ন কোর্সে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করছে। এছাড়াও কলেজটির বিশেষ বৈশিষ্ট্য হলো কলেজের শিক্ষার্থীরা উন্নত মানের শিক্ষা গ্রহণ করার পরপরই চাকরির বাজারে প্রবেশ করে।
এ পর্যন্ত দশ সহস্রাধিক ছাত্র-ছাত্রী এখান থেকে কোর্স সম্পন্ন করে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান সুনামের সাথে চাকরি করছে। কলেজটি স্বাস্থ্য, ব্যবসা এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন শাখায় ডিপ্লোমা প্রদান করছে।
এবিএম কলেজের প্রেসিডেন্ট ড.বাতেন বাংলাদেশ প্রতিদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার মর্যাদা রক্ষার্থে ২০২২ সালে বাংলাদেশি ছাত্রছাত্রীদের এবিএম কলেজ এক লক্ষ কানাডিয়ান ডলার বৃত্তি প্রদান করবে। যেসব বাংলাদেশি শিক্ষার্থী কানাডায় এসে এবিএম কলেজে পড়াশোনা করবে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য ড. বাতেন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য বিষয়কসহ বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে প্রত্যক্ষভাবে জড়িত।
বিডি প্রতিদিন/ফারজানা