অমর একুশে গ্রন্থমেলায় কুয়েত প্রবাসী নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত কাব্যগ্রন্থ ‘সাতরঙা রঙধনু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত ‘সাতরঙা রঙধনু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজ্ঞান কবিতা আন্দোলনের প্রবর্তক কবি ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী।
যৌথভাবে গ্রন্থ উন্মোচন করেন জনপ্রিয় শিশুসাহিত্যিক আসলাম সানী, বিজ্ঞান কবিতা আন্দোলনের প্রবর্তক কবি ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী, সাঈদা নাঈম, লেখক ও প্রকাশক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোরগঞ্জ, কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা, উপন্যাসিক সোনিয়া তাসনিম খান, রবিউল ইসলাম খান, কবি সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার জোটন প্রমুখ।
নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত গ্রন্থের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন,যেখানে বাঙালি সেখানে বাংলাদেশ।‘যতদূর বাংলাভাষা ততদূর বাংলাদেশ’ জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার কবিতার প্রতিফলন ঘটছে বিশ্বব্যাপী। বাঙালিরা তাদের চর্চার মাধ্যমে প্রমাণ করছে বাংলাসাহিত্য কত শক্তিশালী।
নাসরিন আক্তার মৌসুমীর সম্পাদনায় এই পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়েছে। স্বপ্নের সাতকাহন, পিদিম, স্বপ্নের সাতকাহন-২য় খণ্ড, বায়ান্ন থেকে একাত্তর এবং ‘সাতরঙা রঙধনু’। প্রতিটা কাব্যগ্রন্থই সবার ভালোবাসায় সফলতার দ্বার প্রান্তে পোঁছে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন