২১ মে, ২০২২ ১৬:৪৯

মালদ্বীপে আহত লিটনকে বিমান টিকেট ও নগদ অর্থ হস্তান্তর

মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে আহত লিটনকে বিমান টিকেট ও নগদ অর্থ হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি লিটনকে দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনারের পক্ষ হতে একটি বিমান টিকিট হস্তান্তর করেছেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় হাইকমিশনার এর প্রথম সচিব ও দূতালয় প্রদান মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। 

গতকাল শুক্রবার হাইকমিশনার অসুস্থ প্রবাসীকে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা গ্রহণ করতে বিমানের টিকেট হস্তান্তর করেন।   
এ সময় হাইকমিশনার বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। তাই সড়ক দুর্ঘটনা রোধে সকল প্রবাসীদের সচেতন হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানান তিনি।

অসুস্থ প্রবাসী বাংলাদেশি লিটনকে গতকাল সন্ধ্যায় প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উদ্যোগে, প্রবাসীদের সহযোগিতায় ১৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। 

এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উপদেষ্টা ফোর এল ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর মো. হাদিউল ইসলাম,  ঢাকা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা মো. বাবুল হোসেন,  প্রবাসী সোশ্যাল ওয়ার্কার এর সভাপতি জাকির হোসেন, মালদ্বীপের ব্যবসায়ী জহিরুল ইসলাম, ব্যবসায়ী আবু সালেম কুদ্দুস, মিজানুর রহমান, সাফিন মো. কবির, সাংবাদিক ওমর ফারুক অনিক, মোহাম্মদ মাহামুদুল হাসান (কালাম),  মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক মোহাম্মদ আল আমিন।

আহত লিটনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘপিনপুর ইউনিয়নের মো. আবদুল জব্বার এর ছেলে। লিটন গত সাত বছর যাবত অবৈধ কর্মী হিসেবে মালদ্বীপের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর