বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুর আওয়ামী লীগ, সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়।
এক বিবৃতিতে তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।
নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিঙ্গাপুরের কালাং বারুতে শেষবারের মত মরদেহ দেখতে যান সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কালাম