পদ্মা সেতুর সফল বাস্তবায়নে আনন্দ উৎসব করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা। কুয়েতের খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন মোহাম্মদ আজিজের সভাপতিত্বে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল বিবিসি কুয়েতের সভাপতি লুতফর রহমান মোখাই আলী।
এছাড়াও বিশেষ অতিথি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুল মান্নান, তৌহিদ তালুকদার, যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম শাহীনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতা কর্মী ও প্রবাসী শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও অর্জনের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। এছাড়া বাংলাদেশের সামগ্রিক উন্নতিতে পদ্মা সেতুর গুরুত্ব ও তাৎপর্য তুলে ব্যক্ত রাখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুয়েত প্রবাসী জনপ্রিয় কণ্ঠ শিল্পী আশরাফুল আলম, কেয়া আকতার ও ফাতেমাসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর