৬ জুলাই, ২০২২ ১৬:১১

সিডনিতে মানসিক স্বাস্থ্য সেমিনার

নাইম আবদুল্লাহ

সিডনিতে মানসিক স্বাস্থ্য সেমিনার

সিডনিতে মানসিক স্বাস্থ্য সেমিনার

সিডনির ল্যাকান্বার গ্রামীন রেস্টুরেন্টে গত শুক্রবার সন্ধ্যায় ‘মানসিক স্বাস্থ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক নবধারা অ্যাসোসিয়েশন এবং অনুদানদাতা ক্যান্টারবারি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিল।

সেমিনারটির নামকরণ ছিল ‘A Ray of Hope’। আবুল কালাম আজাদ খোকনের সভাপতিত্বে ও রোজানা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা করেন আবিদা সুলতানা।

মানসিক স্বাস্থ্যের স্পিকার হিসেবে ছিলেন মনোবিজ্ঞানী হেন্ড সাব, ডাক্তার সিরাজুল ইসলাম (জিপি), রেজিস্টার্ড নার্স সুফিয়া কোরায়েশী, মানসিক স্বাস্থ্য এডুকেটর কানিতা আহমেদ ও মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ আজাদ।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর নাদিয়া সালেহ, কাউন্সিলর সাবরিন ফারুকী ও কাউন্সিলর লিন্ডা আইসলার।

উল্লেখ্য, নবধারা অ্যাসোসিয়েশন স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর