মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় সময় শনিবার কাতারে ৫৮৮টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। প্রচণ্ড গরমের মধ্যেও দল মত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় মাঠ প্রাঙ্গণ।
ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।
বিডি প্রতিদিন/এমআই