বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাজধানী ব্রাসেলসের ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮.৩০ মিনিটে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এসব জামাতে দেশটিতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী মুসল্লিরা।
এদিন সকাল থেকেই মুসুল্লিদের আগমনে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে থাকেন। এ মসজিদে বেশির ভাগ মুসল্লি ছিলেন বাংলাদেশি, মরোক্কান, আফ্রিকান ও পাকিস্থানি।
পরে আল্লাহ’র নৈকট্য লাভের আশায় যার যার সামথ্য অনুযারী সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করেন। এদিকে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানিয়ে ভ্রার্তৃত্বের বন্ধন দৃঢ়করার পাশাপাশি প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর