সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশের সাথে মিল রেখে জার্মানিসহ ইউরোপে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। দেশটির বার্লিনের প্রায় সবকটি মসজিদে তিনটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের বাংলাদেশিদের দ্বারা পরিচালিত শহরের নয়কোলনে বায়তুল মোকাররম মসজিদে। মসজিদটি ছাড়াও অন্যান্য প্রদেশেও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
সর্বস্তরের প্রবাসীদের সাথে ঈদ জামাতে অংশ নিয়ে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও দেশের উন্নয়নে প্রবাসীদের আরও আন্তরিক ও বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষা করে চলার অনুরোধ জানান।
এদিকে ইউরোপের অন্যান্য দেশের মত জার্মানিতেও খোলা জায়গায় কোরবানির অনুমোদন না থাকলেও বার্লিনের অদূরে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা হবে বলে জানান প্রবাসীরা।
এদিন ঈদের জামাত শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এ সময় প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. শাহাআলম ও মিজানুর রহমানসহ অন্যরা বলেন, ঈদে দেশে থাকা বাবা-মা আর পরিবার রেখে প্রবাসে ঈদ একদমই নিরানন্দের। তবুও জীবিকার তাগিদে বিদেশে এমন দিনে সকল প্রবাসীরা এক হয়ে ঈদের জামাত আদায় করতে পারাটা আনন্দের।
ঈদের জামাতে কোরবানির তাৎপর্য ও ত্যাগের মহিমায় দেশ এবং দেশের সব মানুষের জন্য দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের ইমাম মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।
বিডি প্রতিদিন/আবু জাফর