ক্যালগেরি, অটোয়া, টরেন্টো, মনট্রিলসহ কানাডা জুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনের এই আড্ডার পাশাপাশি চলে ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবার। বিরিয়ানি, পোলাও, কোর্মা, মাংসের চপ, রোস্ট, জর্দা আর গৃহবধূদের নিজ হাতের তৈরি দই সহ নানামাত্রিক রান্না করা খাবার। থাকছে মধু মাসের মধু ফল আমও।
এই মহামিলনের পাশাপাশি প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচারিতা। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপ।
কানাডার ‘নতুন দেশ’ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডায় বাংলাদেশিদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদ উদযাপনের ব্যাপ্তিও বেড়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য রেখেই ঈদ এখন উৎসবে পরিণত হয়েছে। নিজেদের চেনা-জানা গণ্ডি কিংবা কমিউনিটি পেরিয়ে উৎসবের আবহটা অন্য কমিউনিটিকেও স্পর্শ করছে। ঈদ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশিরা যেনও কানাডায় নিজেদের ভিন্নভাবে তুলে ধরার সুযোগ পেয়েছে।
ব্যবস্থাপনা পেশাজীবী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম বলেন, তিন বছর পর প্রবাসে ঈদ উদযাপন করছি। করোনা মহামারীর জন্য গত দুই বছর আমরা এক অর্থে গৃহবন্দি থেকেছি। তিন বছর পর পরিবারের সবাইকে নিয়ে এখানে ঈদ করতে পেরে খুব ভালো লাগছে। পরিবারের সঙ্গে একত্রিত হয়ে ঈদ করতে পেরে আমরা আনন্দিত।
বিডি প্রতিদিন/আবু জাফর