কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ঈদ উপলক্ষে রবিবার মধ্যরাতে ডাইনামিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রেড টাইগারর্স।
শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে রেড টাইগারর্স, ফলে ১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে গ্রীন টাইগারর্স।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অলরাউন্ডার মিল্লাত হোসেন বাঁধন।
পরে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বাবুল গাজী, রাহেল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন