মালয়েশিয়ায় ১৬ দলের 'কে এম কার্গো ফুটসাল টুর্নামেন্টে'র চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচিত হয়েছে। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতান এর পিঠাঘর রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের আদলে তৈরি এ ট্রফি উন্মোচন করেন আয়োজক ইয়ুথ বেঙ্গল ক্লাবে'র সদস্যরা।
ট্রফি উন্মোচনের পর লটারির মাধ্যমে ১৬ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। এসময় আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও নিয়ম কানুন পড়ে শোনান ইয়ুথ বেঙ্গল ক্লাবে'র সদস্য দুলাল আহমেদ।
মোস্তফা ইমরান রাজু'র সঞ্চালনায় এসময় ১৬ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টে'র প্রধান সমন্বয়ক আলি হায়দার মিতু।
১৬ জুলাই বিকাল ৩ টা থেকে রাত ১০ টা ও ১৭ই জুলাই রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত স্তেপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামের এফ-৪ ও এফ-৫ মাঠে চলবে এ টুর্নামেন্ট। ৩১ ম্যাচের এ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন মালয়েশিয়ান রেফারি।
টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে আছে কেএম কার্গো, ট্রাভেল পার্টনার এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, ফুড পার্টনার পিঠাঘর রেস্টুরেন্ট এবং স্পন্সর হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম স্পোর্টিং ক্লাব, মরজাল ও এইট স্কয়ার ফ্যাশন হাউজ।
আয়োজকদের পক্ষ থেকে মাঠে এসে খেলা উপভোগে'র জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে খেলায় অংশ নিতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/ফারজানা