জাতীয় শোক দিবস উপলক্ষে মেলবোর্ন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক সবাইকে স্বাগত জানান।
এরপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোক দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তথ্য ও গবেষণামূলক এই অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার এবং এর পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে খুন করায় দেশের যে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি সাধিত হয়েছে তার উপর আলোকপাত করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের ওপর দৃষ্টিপাত করেন।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের আহ্বায়ক বজলুর রশীদ বুলু, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানাসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর