১৭ আগস্ট, ২০২২ ১৩:৫১

সিডনিতে জাতীয় শোক দিবস পালন

অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনিতে জাতীয় শোক দিবস পালন

সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন হয়েছে। শোকাবহ এই দিনটি উপলক্ষে সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দিনব্যাপী কর্মসূচি পালন করে।

প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ কালো ব্যাজ ধারণ করে উপস্থিত ছিলেন। পরে কনসাল জেনারেল কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাউথ প্যারামাটা ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়। সন্ধ্যায় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কনস্যুলেট প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ই আগস্টের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, দিবসটি উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। পরে কনসাল জেনারেল বঙ্গবন্ধুর গৌরবময় জীবন, কর্ম ও দেশের প্রতি তার অসামান্য অবদানের ওপর বক্তব্য পেশ করেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর