বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার উদ্যোগে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে সংগঠনটি।
আজ নাজমা আসিফা রেস্টুরেন্টে সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সুযোগ্য সভাপতি প্রকৌশলী আনোয়ার আকন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জসিম উদ্দিন দুলাল, এমামুজ্জামান, যুগ্ম সম্পাদক বদরুল আলম, শাহ আলম খান, মোস্তাফিজুর রহমান রিপন, আহমেদ মালেক, সাইফুর রহমান সবুজ, সহসভাপতি আবদুল ওদুদ, শিবু দত্ত, শাহিন আলমসহ আরো অনেকেই।
বক্তারা আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়ে।
পরে জাতীয় চার নেতা রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম খান।
বিডি প্রতিদিন/এএ