মালদ্বীপে আন্তর্জাতিক দিবস মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ৭টা পর্যন্ত রাজধানী মালে ধারুবারুগের রন্নাবন্দেরী হল রুমে মালদ্বীপে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরাও অনুষ্ঠানে যোগ দেন।
অংশগ্রহণ করা দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, মালদ্বীপ, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্য। এছাড়া মালদ্বীপে জাতিসংঘের সংস্থাগুলোরও স্টল ছিল।
মালদ্বীপের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হুদা অ্যাডাম বলেন, “আমরা বিশ্বাস করি অনুষ্ঠানটি সফল হয়েছে’’।
মেলায় বাংলাদেশ হাইকমিশনার এর স্টলে বাংলাদেশি ঐতিহ্যবাহী পিঠা ও অন্যান্য খাবার উপস্থাপন করা হয়। মেলায় আগত দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে বাংলাদেশের স্টল ঘুরে দেখেন ও বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করেন। এমন মুখরোচক খাবারের স্বাদ পেতে বিভিন্ন দেশের ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিলো লক্ষণীয়।
বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, ‘‘আমরা স্টলের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত অনেক তথ্য শেয়ার করেছি। জাতিসংঘের এমন আয়োজন সত্যিই এক মহামিলন। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে’’।
উল্লেখ্য, জাতিসংঘের লক্ষ্য এবং অর্জন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের কাজের জন্য সমর্থন পেতে প্রতি বছর (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবসটি পালন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা