যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) উদ্যোগে রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি নেতা তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।
মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য-সচিব বদিউল আলমের পরিচালনায় মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা আতিকুর রহমান, সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, রুহুল আমিন নাসির, শহিদুল হক, ভিপি জসীম, আনিসুর রহমান, শাহাদৎ হোসেন রাজু, দেওয়ান কাওসার, জীবন শফিক, মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, বিএনপি নেতা খলকুর রহমান, গোলাম এন হায়দার মুকুট, রিজবুল হায়দার, মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা বাংলাদেশে বিএনপির আন্দোলন কর্মসূচির পক্ষে আন্তর্জাতিক জনমত গড়তে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে তৎপরতা চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে বিশ্ববাসীর নজর কাড়তে নিউইয়র্কে জাতিসংঘের সামনে, ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে শোভাযাত্রা করা হবে’।
বিডি প্রতিদিন/ফারজানা