হংকংয়ে প্রথম বারের মতো জাতীয় সংবিধান দিবস উদযাপন করেছে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল। অনুষ্ঠানে কন্স্যুলেট-এর কর্মকর্তা, হংকংস্থ প্রবাসী বাংলাদেশি ও হংকংস্থ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরবর্তীতে বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা করেন। কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা, তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র এক বছরের কম সময়ে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রদান করেন যা ইতিহাসে বিরল।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সংবিধানের চার মূলনীতি অনুসারে ক্ষুধামুক্ত, শোষনমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
আলোচনা অনুষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কন্স্যুলেটের কনসাল মো. কামরুল হাসান।
বিডি প্রতিদিন/হিমেল