ব্যক্তিগত সফরে সিডনিতে গিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা গামা আব্দুল কাদির, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ অস্ট্রেলিয়ার শাখার সভাপতি ড. আব্দুস সাদেক, মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সাবেক সভাপতি সফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের কর্মীরা এবং বর্তমানে সিডনিতে অবস্থানরত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফর সঙ্গী হিসেবে বাহাউদ্দিন নাসিমেরে সঙ্গে রয়েছেন তার পত্নী ড. সুলতানা শামীমা চোধুরী রিতা। কয়েক যুগ ধরে জননেত্রীর অত্যন্ত বিশ্বস্ত আওয়ামী লীগের কর্মীদের কাছে জনপ্রিয় বাহাউদ্দিন নাসিম ও পত্নীকে ফুলের তোরা দিয়ে বরণ করেন উপস্থিত সকলে।
বিডি প্রতিদিন/হিমেল