কাতারে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কাতার আওয়ামী লীগ।বুধবার দোহার শালিমার হোটেলে অনুষ্ঠানের সমন্বয়ক শফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
বদরুল আলম ও মশিউর রহমান মিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল কাদের। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের লেবার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বোরহান উদ্দিন শরিফ, জসিম উদ্দীন দুলাল, মোহাম্মদ নাছের, কফিল উদ্দিন।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, মোহাম্মদ শাহ জাহান, আক্তার জামান মামুন, আবুল কাশেম, বোরহান উদ্দিন মোল্লা, শাহ আলম খান, আলামিন খান, মহিউদ্দিন চৌধুরী, হারাধন শীল, মোস্তাফিজুর রহমান রিপনসহ কাতার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাতারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের সমন্বয়ক শফিকুল ইসলাম তালুকদার বাবু ও অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল কাদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন