প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ জলিল শিকদারকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের অর্থায়নে একটি এয়ার টিকিট হস্তান্তর করেছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বুধবার সকাল ১০টার দিকে হাইকমিশন অফিসে এই টিকিট হস্তান্তর করেন।
প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ জলিল শিকদার দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
এয়ার টিকিট হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন মিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ, হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল